আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
পদ্মা সেতুর কাজের ‘ক্লোজিং’ উপলক্ষে আগামীকাল মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নির্মাণকাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাঁদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে ওই দিন মাওয়া যাবেন তিনি ।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে ।
অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।
শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুংগীপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন।
এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে শনিবার পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে আসবেন প্রধানমন্ত্রী ।