আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ঢাকাসহ সারাদেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। ঢাকা মহানগরীর ১৫টি আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণের সময় বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেন, উদ্বেগ থাকলেও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিহত করতে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী।
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। সারাদেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রাজধানীর ১৫টি আসনের ২০৯৯টি কেন্দ্রে ভোটার ৫৬ লাখ ৩৩ হাজার। তাদের সব নির্বাচনী সরঞ্জাম ১৫টি পয়েন্ট থেকে গ্রহণ করেন প্রিজাইডিং অফিসাররা। তাদের নিরাপত্তা নিশ্চিতে সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রেসিডেন্সিয়াল মডেল কলেজে নির্বাচনী সরঞ্জাম বিতরণকালে ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেন, রাজধানীর কেন্দ্রগুলোয় ১২৫৬ জন পর্যবেক্ষক থাকবেন। ১২৬ জন প্রার্থীর চুড়ান্ত ফলাফল ঘোষানা হবে সেগুন বাগিচা থেকে।
ভয় না পেয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনী ছাড়া বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।