আগামীকাল সারাদেশে আবারো শুরু হচ্ছে বুষ্টার ডোজ ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৯:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সারাদেশে আবারো শুরু হচ্ছে বুষ্টার ডোজ ক্যাম্পেইন। দ্বিতীয় ডোজ গ্রহণ করা যে কেউ নির্দিষ্ট কেন্দ্র থেকে নিতে পারবেন এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ও ডেঙ্গু নিয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৫ থেকে ১১ বছরের শিশুদের নিবন্ধনের মাধ্যমে আগামী মাস থেকে করোনা টিকা দেয়ার প্রস্তুতি নেয়ার কথাও জানান তিনি।
করোনা ও ডেঙ্গু বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজন করা হয় সচেতনতামূলক সেমিনার। এতে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা রোধে বুষ্টার ডোজের গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার সারাদেশের ১৬ হাজার কেন্দ্রে ৭৫ লাখ টিকা দেয়ার কথা জানান তিনি। এই কার্যক্রমে ৫৩ হাজার টিকাকর্মী ও ৫০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
করোনার পাশাপাশি ঢাকায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই, পানি জমা ড্রেনগুলোকে সচল করতে সিটি কর্পোরেশনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া, স্থানীয় সরকার ও পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমানতালে কাজ করারও আহবান জানান।
এছাড়া, ফুলের টবে পানি জমতে না দেয়, বাসাবাড়ি পরিষ্কার রাখাসহ নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সট আপস…জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী