আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
‘আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এজন্য যুগোপযোগী শিক্ষা কারিকুলাম তৈরি করেছে সরকার। আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান শিক্ষামন্ত্রী। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো তুলে ধরা হয়।
মেলার উদ্বোধনী আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষা কারিকুলাম তৈরির কারণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এখন প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, শিক্ষায় শুধু বাজেট বাড়ালে হবে না, তার সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে। পরে মেলা ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।