আগামী এক বছরের মধ্যে নগরের শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে
- আপডেট সময় : ০৭:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী এক বছরের মধ্যে নগরের শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির ইপিআই আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গুরু দায়িত্ব, প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার প্রধান শেখ হাসিনার এ পদক্ষেপেরর ফলে দেশের ৭৫ শতাংশ বিভিন্ন রোগ কমে এসেছে বলেও দাবি করে মেয়র তাপস। সকালে নগর ভবনের ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন
ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডে ইপিআই-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে এই টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে দক্ষিণের মেয়র বলেন, নগরেরর শতভাগ শিশুকে ইপিআই কর্মসূচির আওতায় নিয়ে আসতেই কাজ করছে বর্তমান সরকার। নগরের প্রত্যেকটি শিশু যেন টিকা পায় সেজন্য ওয়ার্ড কাউন্সিলদের যথাযথ কাজ করতে আহ্বান জানান মেয়র।
সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করে ব্যারিস্টার তাপস বলেন, স্বাস্থ্যখাতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বে সমাদৃত হয়েছে।
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের গুরু দায়িত্ব বলেও মন্তব্য করেন দক্ষিণ সিটির মেয়র।