আগামী চারদিন ১৩ ঘণ্টা কারফিউ শিথিল
- আপডেট সময় : ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আজ থেকে শনিবার পর্যন্ত আগামী চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার তথ্যপ্রমাণের ভিত্তিতে দোষীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গণগ্রেফতার করা হচ্ছে না। এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়টি আজ জানা যাবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।