আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার খেলা শুরু করেছে : ফখরুল
- আপডেট সময় : ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার খেলা শুরু করেছে। কিন্তু তত্ত্ববধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীতে শ্রমিক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্বস্তিকা সিংহের প্রতিবেদন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে মিছিল আর স্লোগান নিয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলসহ সমগ্র নয়া পল্টন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে সুচিন্তিতভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে।
সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না।
অধিকার আদায়ের আন্দোলনে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।