আগামী নির্বাচনে সকল দায়িত্ব জনগণের বলেই সরকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রিজভী
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের জনগণ সরকারকে পদত্যাগে বাধ্য করবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনে সকল দায়িত্ব জনগণের বলেই সরকার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার দাবি জানিয়ে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করেন, খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখে দেশের মানুষকে আটকে রাখা যাবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
লিফলেট বিতরণ শেষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান।
কেরানীগঞ্জের জিনজিরায়, খালেদা জিয়ার মুক্তিও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ করে ঢাকা জেলা বিএনপি।
অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার একতরফা নির্বাচন করতে চাইলেও এবার তা সম্ভব হবে না।
রাজধানীর গুলশান এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। নেতৃত্ব দেন কামাল জামান মোল্লা। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।