আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন : নির্বাচন কমিশনার
- আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
বর্তমান ইসির ওপর ২০১৪ ও ১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের চাপ পড়েছে। তাই কমিশনের দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন ।
সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে সুষ্ঠু নির্বাচনে প্রশিক্ষকদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন সিইসি। বলেন, ইসির লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচনে যেনো মানুষের কোনো আস্থার সংকট না হয়। নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, কোনো ভুল তথ্য যেনো না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ১৪ ও ১৮ সালের নির্বাচনের বিতর্ক ও সমালোচনা কাটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বচ্ছ এবং বিশ্বাসযোগ একটি নির্বাচন জনগণকে উপহার দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন সিইসি।