আগামী বছর অক্টোবরে শেষ হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ
- আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আগামী বছর অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হবে। তবে, প্রকল্পের ব্যয় বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। দুপুরে নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের আগে ৪৪ ভাগ কাজ শেষ হয়েছে।
২০১৯ এর শেষ দিকে শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। আগামী বছর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পরিদর্শন শেষে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, গণমাধ্যমের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেয়া হবে।
বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ..বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান দাবি করেন, বিমানবন্দরের সব কাজ আন্তর্জাতিক মানের হচ্ছে।