আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখের প্রস্তাব
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডি। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ প্রস্তাব দেন। আর সম্মানীয় ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, করোনা পরবর্তী স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
করোনা পরিস্থিতিতে দেশের ২০২০-২১ অর্থবছরের বাজেটে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণসহ বিভিন্ন প্রস্তবনা তুলে ধরতেই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি।
শুরুতেই দেশের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
পরে, আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য খাতে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে উল্লেখ করে অধ্যাপক মোস্তফিজুর রহমান বলেন, কর ফাঁকি রোধেও সরকারকে বেশি গুরুত্ব দিতে হবে।
বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের দেশে ফেরত না পাঠাতে জাতিসংঘকে সাথে নিয়ে সরকারকে উদ্যেগ গ্রহনের কথা বলেন, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার প্রস্তাব দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।