আগামী শনিবার পাবনা-৪ আসনে উপ-নির্বাচন
- আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আগামী শনিবার পাবনা-৪ আসনে উপ-নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দীর্ঘদিন ধরেই আসনটি আওয়ামী লীগের দখলে। বিএনপি চায় এবার তা পুনরুদ্ধার করতে। মাঠে রয়েছে জাতীয় পার্টির প্রার্থীও।
ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে গঠিত পাবনা-৪ আসন। জেলার পাঁচটি আসনের মধ্যে এটি বরাবরই গুরুত্বপূর্ন হিসেবে বিবেচিত। এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২। আর, ভোট কেন্দ্র রয়েছে ১২৯টি। এখান থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৯৯৬ থেকে আসনটি টানা আওয়ামী লীগের দখলে রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এবার বিএনপি জিতবে বলে দাবী করেন, এই প্রার্থী।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থীই নির্বাচিত করবে বলে মনে করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। নির্বাচনী প্রচারনায় বাঁধা দেওয়ার অভিযোগ করেন, জার্তীয় পার্টির প্রার্থী। শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে চান সাধারন ভোটাররা। ভোট কেন্দ্রে যেতে ভোটারদের উদ্বুদ্ধ করতে নানা ব্যবস্থা নেয়ার কথা জানান, এই কর্মকর্তা। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী দেখার আশা করে এলাকাবাসী।