আগামী ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আগামী ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৩৮ দেশের প্রতিনিধিরা।দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। জাপান যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফর নিয়ে অপপ্রচার করা হচ্ছে। কোথাও কোনো বাঁধার সম্মুখীন হননি প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ভারত মহাসাগরীয় সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, আগামী ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৮ দেশের প্রতিনিধি। তবে কৌশলগত কারণে মিয়ানমারকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ।
জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর নিয়ে এক প্রশ্নের জবাবে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে কোনো বাঁধার সম্মুখীন হননি প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই সরকারের।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, উত্তর আফ্রিকার দেশ সুদান থেকে আরও ৫৫৫ বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে ১২ মে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।