আগামী ১৫ দিনের মধ্যে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : নসরুল হামিদ
- আপডেট সময় : ০৮:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
আগামী ১৫ দিনের মধ্যে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে জানিয়ে দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সংসদে বাজেট অধিবেশনে সম্পুরক বাজেট সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। মঞ্জুরি দাবী সম্পর্কিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, কয়লা সংকটে বন্ধ হওয়া পায়রা পাওয়ার প্ল্যান্টও ১৫ থেকে ১৬ দিনের মধ্যে চালু হয়ে যাবে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন।
এদিন বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেট পাস করা হবে। সেই ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নির্দিষ্টকরণ সম্পূরক বিল-২০২৩ সংসদের উত্থাপন করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৪০টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।