আগামী ১৭ জানুয়ারি একাত্তর টিভিকে লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপনের নির্দেশ হাইকোর্টের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পলাতক পি কে হালদারের সাক্ষাৎকার প্রচার করায় আগামী ১৭ জানুয়ারি একাত্তর টিভিকে তাদের বক্তব্য লিখিত ও মৌখিকভাবে উপস্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। পি কে হালদারের সাক্ষাৎকার প্রচার ও তাকে সরাসরি টকশোতে অতিথি হিসেবে সংযুক্ত করায়, একাত্তর টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে দুদক আইনজীবী খুরশিদ আলম খান রিট আবেদনটি করেন। গেল ২৮ ডিসেম্বর একাত্তর টিভি পি.কে হালদারের একটি সাক্ষাৎকার প্রচার করে এবং তাকে ওইদিন রাত সাড়ে এগারটায় একটি লাইভ টকশো প্রোগ্রামে সংযুক্ত করে। সেখানে পি কে হালদার তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেন।