আগামী ২৯ মে আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল
- আপডেট সময় : ০৪:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর, আগামী ২৯ মে আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ লক্ষ্যে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। তবে প্রথমদিনে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের তেমন চাপ ছিল না।
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ২৯ মে ফের শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল । এজন্য টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
তিনটি ট্রেনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম থেকে পাওয়া যাচ্ছে মৈত্রী এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের টিকিট। আর বন্ধন এক্সপ্রেসের টিকিট মিলছে খুলনা ও যশোর রেলওয়ে স্টেশনে।
সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারের টিকেটের জন্য আসেন প্রত্যাশিরা।
ঢাকা-কলকাতা এসি বার্থ ভাড়া ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৫ শত ৭০ টাকা।
অনেক দিন পরে হলেও বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হওয়ায় খুশি যাত্রীরা।
তবে প্রথম দিনে টিকেট পেতে কিছুটা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা।
স্টেশন ম্যানেজার জানান, যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে।
২০২০ সালের মার্চে রেল যোগাযোগ বন্ধ হওয়ার আগে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচদিন ও বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে সপ্তাহে দুইদিন চলতো। মিতালি এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে সপ্তাহে চারদিন চলাচল করে।