আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন
- আপডেট সময় : ০৮:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোটগ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।
২০১৫ সালের ২৮ এপ্রিলের পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। বিধান অনুযায়ী, সিটি কর্পোরেশনের নেতৃত্বের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে বাধ্য নির্বাচন কমিশন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বের মেয়াদ পার হয়েছে গেলো ১৪ নভেম্বর এবং ঢাকা দক্ষিণ সিটি নেতৃত্বের মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৮ নভেম্বর।
নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেনের মধ্য দিয়ে দুই সিটি নির্বাচনের দিনক্ষণ তুলে ধরেন সিইসি। জানান, সব ওয়ার্ডেই ভোটগ্রহণ হবে ইভিমএম পদ্ধতিতে। আশা জানান, কোনো ধরনের আইনি বাধায় নির্বাচন স্থগিত হবে না।
নির্বাচনে যাতে সব ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন, কমিশন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন সিইসি।
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন হবে না বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটিতে মোট ওয়ার্ডের সংখ্যা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, আর ভোটার ৩০ লাখ ৩৫ হাজার। ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আর ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার।