আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নতুনত্বকে সঙ্গী করে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে ৬৪ জেলার ৩৪৮টি স্কুল।
প্রায় ৭ হাজার ক্ষুদে ক্রিকেটারের অংশগ্রহনে জেলা পর্যায়ে হবে ৫৮১ ম্যাচ। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে বিভাগীয় রাউন্ড। সেখানে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরে সাত বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত হবে ন্যাশনাল রাউন্ড। পরে, বাছাই করা ১৫ ক্রিকেটার নিয়ে অলস্টার দল গঠন করা হবে। তাদেরকে দেশে ও বিদেশে টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়া হবে বলে জানায় বিসিবি। এবার স্কুল ক্রিকেটে ম্যাচ পরিচালনা করবেন নারী আম্পায়াররা। অন্তত ২৫ নারী আম্পায়ারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। প্রতিযোগিতাকে সামনে রেখে লোগো ও ট্রফি উন্মোচন করে বিসিবি।