আগাম নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ছয় দিনের সময় বেধে দিয়েছেন ইমরান খান
- আপডেট সময় : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আগাম নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ছয় দিনের সময় বেধে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সকালে এই আল্টিমেটাম দেন তিনি।
নতুন নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে আজাদী মার্চ নামের লংমার্চ শুরু করেছেন পিটিআই সমর্থকরা। এসময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোনে ঢুকে পড়েন ইমরান খানের সমর্থকরা। বুধবার থেকে ইসলামাবাদের ডি-চকে ইমরান খানের পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা। তিনি ইসলামাবাদে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে রেড জোনে প্রবেশ করেন তারা। রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ঠেকিয়েছে। বুধবার হাজার হাজার পিটিআই সমর্থক রাজধানীতে পৌঁছালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এ সময় পুলিশ মেয়াদোত্তীর্ণ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেন দলটির নেতারা।