আগুনে পুড়ে মেহেরপুরে মারা গেছে গৃহবধূ রুবিনা খাতুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আগুনে পুড়ে মেহেরপুরে মারা গেছে গৃহবধূ রুবিনা খাতুন। সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ ফেলে পালিয়ে গেছে স্বামী ও পরিবারের লোকজন।
প্রতিবেশীরা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী মিলনের সঙ্গে রুবিনার ঝগড়া বাধে। রাত ৯টার দিকে রুবিনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার স্বামী মিলনের চিৎকারে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন রুবিনার গায়ের আগুন নেভাতে সক্ষম হয়। পরে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে রুবিনাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। অবস্থার অবনতি হলে ক্লিনিক থেকে রুবিনাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানেই রুবিনার মৃত্যু হয়। ভয়ে স্বামী ও পরিবারের অন্যরা পালিয়ে গেছে।