আগুন সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে স্কুল শিক্ষার্থীদের মাঝে ভীতি তৈরী করেছে বিএনপি-জামায়াত। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগুন সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না।
গণভবনে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাশাপাশি বিএনপি-জামায়াতের তাণ্ডব ও আগুন সন্ত্রাস উপেক্ষা করে সময়মত ফল প্রকাশ করায় শিক্ষা কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এসময় চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি গড়ে তুলতে প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণার উপর তাগিদ দেন শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত ট্রেনিং কার্যক্রম চালু রাখার নির্দেশও দেন তিনি। অকৃতকার্য শিক্ষার্থীদের মনোবল চাঙা রাখতে অভিবাবকদের আরো বেশী দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মেধার বিকাশে সরকার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনা বলেন, তৃতীয় লিঙ্গে মানুষের অধিকার ও জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। এর আগে গণভবনে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমানের ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।