আজও উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে আজও উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে।
বোববার সকাল থেকেই বনলতা এক্সপ্রেস, চিত্রা, লালমনি ও রংপুর এক্সপ্রেসসহ ওই অঞ্চলের ট্রেনগুলো তিন থেকে প্রায় আট ঘন্টা বিলম্বে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে আরো দুই-তিনদিন সময় লাগবে বলে জানান স্টেশন মাষ্টার।