আজকাল আওয়ামী লীগ করা খুব সহজ :শিবলী সাদিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আজকে আওয়ামী লীগ করা খুব সহজ। এখন আওয়ামী লীগ করতে কোন কষ্ট হয় না বলে জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
দিনাজপুরের বাংলাহিলি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন।