আজ ঐতিহাসিক ৭ই মার্চ
- আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিনটি উপলক্ষে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের আন্দরকিল্লার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
সকালে বরিশাল নগরীর সদর রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
সকালে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে নগরীর পুলিশ লাইন্সে চেতনায় অম্লান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা ।
কুমিল্লায় সকালে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এসময়, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বেলা ১১টায় শেখ হেলাল উদ্দিন এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
সকালে নেত্রকোণায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন, আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।