বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই : কাদের
- আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮৩০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ তফসিল ঘোষণা হবে। তাই সংলাপের আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হলে দলীয় প্রধান এবং অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। আর আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে জানিয়ে মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তারা।
তিনি বলেন, বিএনপিকে অনেক আগে থেকেই শর্ত ছাড়া সংলাপে বসার আহবান জানানো হয়। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠির বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাকে চিঠি দিয়ে গেছেন। দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলবেন তিনি। কাদের বলেন, চিঠিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয় বলে জানানো হয়েছে।