আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে প্লাজমা সংগ্রহ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির জন্য আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে প্লাজমা সংগ্রহ।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আমহেদ খান সাংবাদিকদের জানান, ‘আপতত ঢাকা মেডিকেলের রোগীদেরকেই এ থেরাপি দেয়া হবে। পরে কুর্মিটোলা বা কুয়েত মৈত্রী হাসপাতাল আগ্রহী হলে সেখানেও এ থেরাপি দেয়া হবে।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্লাজমা থেরাপির মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা সংগ্রহ শুরু হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. পিয়াসের প্লাজমা দেয়ার মাধ্যমে। তারা দু’জনই করোনা জয়ী।