আজ থেকে নতুন সময়সূচিতে চলাচল শুরু করেছে মেট্রোরেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আজ থেকে নতুন সময়সূচিতে চলাচল শুরু করেছে মেট্রোরেল। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি ডিএমটিসিএল জানায়, আজ থেকে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট পরপর, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর চলবে ট্রেন। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর ও বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমডি এম এ এন সিদ্দিক জানান, মেট্রোর মঙ্গলবারের পরিবর্তে এখন থেকে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল। সেই সঙ্গে ঈদুল আজহার দিন মেট্রেরেল চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।