আজ থেকে সর্বাত্নক অসহযোগ আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- আপডেট সময় : ১০:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
এক দফা দাবিতে আজ সর্বাত্নক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ হবে বলে জানান সমন্বয়করা।
মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন আন্দোলনের একাধিক সমন্বয়ক। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান, সর্বত্র শান্তিপূর্ণ বিক্ষোভ ও গণসমাবেশ হবে। তবে আঘাত আসলে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেয়া হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়ক মো. নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা কর