আজ থেকে সারাদেশে তিন দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার
- আপডেট সময় : ১২:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার ঊর্ধ্বগতি এড়াতে আজ থেকে সারাদেশে তিন দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ ঘোষিত প্রজ্ঞাপনে রয়েছে।
রোববার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন পাঁচটি শর্ত সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। নিয়মিত টহলে মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস্তবায়ন নিশ্চিত করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। সেই সব কর্মচারীদের অফিসের ব্যবস্থাপনায় আনা-নেয়া করতে হবে। বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র ।