আজ থেকে সারাদেশে রেলের লাগেজ ভ্যান চলাচল আবার শুরু
- আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রেল পরিবহন বন্ধ ঘোষণার পর প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সারাদেশে রেলের লাগেজ ভ্যান চলাচল আবার শুরু হয়েছে। এই পরিবহনের মাধ্যমে সারাদেশ থেকে কৃষি পণ্যসহ অন্যান্য কাঁচামাল বিভিন্ন গন্তব্যে পাঠানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
দুপুরে পঞ্চগড়ের ময়দান দিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। এসময় তিনি ১৮টি কওমি মাদ্রাসার মাঝে নগদ অর্থ এবং ৪২৬ জন দরিদ্র মানুষের হাতে চাল, নগদ টাকা ও শাক-সবজি তুলে দেন। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার প্রধান উপায় এখন কৃষি। তাই সরকার কৃষি উন্নয়নে নানা ধরনের প্রণোদনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না। শাক-সবজি, মরিচ, পেয়াজসব নানা ফসল চাষ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি ও পঞ্চগড়ের পৌর মেয়র তৌহিদুল ইসলাম।