আজ দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত
- আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত। মহিমান্বিত রজনী শবেবরাত উপলক্ষে দেশের সকল মুসল্লিকে সব ধরনের ইবাদত ঘরে সম্পন্ন করার আহবান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহিউদ্দীন কাসেম।
এ সময় তিনি বলেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই মানব কল্যাণে ইসলামে যেমন মসজিদে এসে ইবাদতের কথা বলা হয়েছে, তেমনি অনেক পরিস্থিতিতে মসজিদের না আসার ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আল্লাহর সন্তুষ্টি যে কোনো স্থানেই ইবাদত করার মাধ্যমে অর্জন সম্ভব উল্লেখ করে মুহিউদ্দীন কাসেম বলেন, মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের দেয়া নির্দেশনা ইসলাম সমর্থন করে।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।প্রতিবছরই হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ রাতটি মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে আসছে। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করবেন।
এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তা’আলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য, দেশ-জাতি ও বিশ্বের কল্যাণ এবং করোনা পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি কামনা করেছেন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ কামনা করে পবিত্র শবে বরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং কবরস্থান ও মাজারে জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্বে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করার সাথে সাথে বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান। বিরাজমান এ পরিস্থিতিতে মহিমান্বিত এ রজনীতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে ইবাদত বন্দেগীর সময় ব্যক্তিগত দোয়া ও প্রার্থনা ছাড়াও করোনা ভাইরাসের মহামারীর আক্রমণ থেকে দেশবাসী, মাতৃভূমি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীকে সুরক্ষা ও নিরাপদ রাখতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দেশের আলেম-ওলামা, পীর- মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।