আজ ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন জামালপুর-২ আসনের এমপি মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল
- আপডেট সময় : ০১:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আজ ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন জামালপুর-২ আসনের মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
আজ সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথ গ্রহণের ব্যাপক প্রস্তুতি চলছে। গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্মমন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে। ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।