আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১৮১৩ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী বলেন, রাশিয়া ও ভারতের ওপর ভর করে সরকার একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। রাশিয়া ও ভারতের কর্তা-ব্যক্তিরা মাঝে-মধ্যে বিবৃতি দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র থাকুক না থাকুক—এতে ভারত-রাশিয়ার কিছু যায় আসে না। তাদের সমর্থনে আওয়ামী লীগের পোয়া-বারো। দেশ দুটি বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিচ্ছে।