আজ নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

- আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
২০২২-২৩ অর্থবছরের বাকি ছয় মাসের জন্য আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন খাতে তারল্য সরবরাহ বাড়ানো ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
করোনা মহামারির আগে ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা হতো। কিন্তু করোনার কারণে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের মুদ্রানীতি এক বছরের জন্য করা হয়। তবে এবার আগের মতো বছরে দুই বার মুদ্রানীতি ঘোষণা করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’এর প্রতিনিধিদল। দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ঋণের প্রবৃদ্ধির তুলনায় আমানতের প্রবৃদ্ধি অনেক কমে গেছে। গত বছরের অক্টোবরে ব্যাংকে আমানত বেড়েছে ৭ দশমিক ৩৫ এবং একই সময় ব্যাংকঋণ বেড়েছে ১৪ শতাংশ। ফলে দেশের ব্যাংকগুলোতে ব্যাপক তারল্যসংকট তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য মাত্র তিন মাসে ৩৩ হাজার কোটি টাকা কমে গেছে।