আজ পবিত্র লাইলাতুল কদর
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আজ ২৬ রমজান। মুসলমানদের জন্য মহিমান্বিত রজনী, পবিত্র লাইলাতুল কদর। এই রাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়।
রাতে কুরআন তিলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে রাত কাটবে। এই রাতে বান্দার ওপর স্রষ্টার রহমত বর্ষিত হয়, গুনাহ মাফ হয়। ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের এই রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের গুরুত্ব অনন্য।