আজ পবিত্র শবে বরাত
- আপডেট সময় : ০৩:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পবিত্র শবে বরাত আজ। মহিমান্বিত এই রাতকে বলা হয় ভাগ্য রজনী। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদেরকে স্বীয় ক্ষমা বিলিয়ে দিতে সপ্ত আসমান থেকে অবতরণ করেন দুনিয়ার আকাশে। আর তাই লাইলাতুল বরাতের এই রাতকে মুসলিমদের জন্য স্রষ্টার বিশেষ উপহারের রাত হিসেবেও বিবেচনা করা হয়। দিনটির মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিমদের মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত।
আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে বলা হয় লাইলাতুল বরাতের রজনী। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ক্ষমার বিশেষ ঘোষণা রয়েছে এই রাতকে ঘিরে। আর তাই ইসলামী ভাবধারায় প্রতিটি মুসলমানের জীবনে এই রাতের অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
এই রাতের গুরুত্ব নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহিয়া সাল্লামের ইরশাদে উঠে এসেছে তাৎপর্যময়তার নানান তথ্য। ধর্মীয় গবেষকদের মতে, মুসলিমদের জন্য এই রাত স্রষ্টার কাছে মোনাজাতের রাত, ইবাদতে প্রশান্ত হওয়ার রাত।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মতো বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীও ইবাদত বন্দেগীর মাধ্যমে লাইলাতুল বরাতের রজনী পালন করে থাকে। বরাবরের মতো এবারের শবে বরাতের রাতেও সবাইকে সঠিকভাবে আমল করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
পুণ্যময় এই রাতটি সব বয়সি মুসলিম নারী-পুরুষের প্রতি নিজেদের পরবর্তী জীবনের শ্বাশত ভাগ্য তালাশে দোয়ার পরামর্শ দিয়েছেন ওলামায়ে কেরাম।