আজ পবিত্র শবে মেরাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আজ পবিত্র শবে মেরাজ। মুসলমানদের জন্য এ রাত বিশেষ তাৎপর্যাপূর্ণ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে মুসলিম বিশ্বে পালিত হয়ে থাকে মহিমান্বিত এই রাত ।
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর মেরাজে গমনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এ রজনী উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তাঁর বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করান, যাতে তিনি তাকে তাঁর নিদর্শনগুলো দেখাতে পারেন। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র এ রাতটি পালন করে থাকেন। কুরআন তেলাওয়াত, জিকির-আজকার, নফল নামাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা ও বাড়িতে মিলাদ এবং গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকেন।