আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- আপডেট সময় : ০৩:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ। সেই বিজয় পূর্ণতা পায় বাহাত্তরের ১০ জানুয়ারি। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এদিন, স্বাধীন দেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে হাঁটছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।
লোকে লোকারণ্য তেঁজগাও বিমানবন্দর। বর্তমান জাতীয় প্যারেড গ্রাউন্ড। অধীর আগ্রহে পথপানে তাকিয়ে লাখো মানুষ। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নতুন দেশে ফিরছেন স্বাধীন বাংলাদেশের প্রান পুরুষ, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বন্দীদশা ভেঙ্গে আলো হাতে এলেন জ্যোতির্ময়। জয়ধ্বনিতে মুখর সারা বাংলাদেশ। ১৯৭২ এর ১০ জানুয়ারিতে স্বাধীনতা যেন মূর্ত হয়ে উঠল। পরিপূর্ণ হল বিজয়।
পাকিস্তানী শাসকদের শোষন ও বঞ্চনার বিরুদ্ধে মুক্তির জন্য ব্যাকুল জনতা তার ডাকে এক হয়েছিল। সেই নেতা স্বাধীন দেশে এলেন অনেক পরে। নয় মাস মুক্তিযুদ্ধের পুরোটা সময় ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দী।
সব শংকা, জল্পনা-কল্পনা শেষে নেতা লন্ডন ও ভারত হয়ে ১০ জানুয়ারি দেশের মাটি স্পর্শ করেন। আনন্দের বাঁধ ভেঙ্গে যায় জনগণের। গোটা রাজধানীবাসী তখন একমুখী। অবিসংবাদিত নেতাকে প্রাণঢালা সংবর্ধণা জানাতে অধীর অপেক্ষায় গোটা জাতি।
প্রায় ১০ লাখ মানুষকে সাক্ষী রেখে বঙ্গবন্ধু জাতিকে দিলেন যুদ্ধবিধস্ত দেশ গঠনের দিক-নির্দেশনা।
দেশে ফিরে স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণটি ছিল ভবিষ্যত গড়ার রূপরেখা।