আজ বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আজ বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন। দিনটিকে ঘিরে দলের পক্ষ থেকে পালন করা হচ্ছে নানা কর্মসূচি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেবে সরকার এমন আশাও প্রকাশ করেন দলের মহাসচিব। বিশ্ব মহামারী করোনাভাইরাসের মধ্যে দলটি সাদামাটাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা।