আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
- আপডেট সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আজ ৩ মে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ‘তথ্য জনগণের পণ্য’এই শ্লোগানে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারস…আরএসএফ বলছে, এক যুগের সূচকে বাংলাদেশ পিছিয়েছে ৩১ ধাপ।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভীক তথ্য সরবরাহে সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা কাজ করছে। যা মহামারীর এই সময়ে তো বটেই অন্য যেকোন সংকটে দৃশ্যপট তুলে ধরতে সহায়তা করে। এদিকে, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২০ সালের প্রতিবেদনে বলেছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২। দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘নাগরিকের’ আয়োজনে কোভিড অতিমারি, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক সেমিনার রয়েছে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়।