আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা
- আপডেট সময় : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
করোনার কারনে এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরেই বাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন বৌদ্ধ ভিক্ষুরা । এ সময়, পূজা, বন্দনা ও জগতের সকল মানব কল্যাণে প্রার্থনাসহ সবধরনের ধর্মীয়কার্যাবলী সম্পন্ন করেন ভক্তরা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় জানান, এ দিনটিতে উপাসনলয়ে এসে প্রার্থনা করতে হবে ধর্মীয়ভাবে এমন বাধ্যকতা নেই।
বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-বুদ্ধ পূর্ণিমা । মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই দিনে । প্রতিবছরই অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে পূঁজা, বন্দনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়ে আসছে।
এবার করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এর বিস্তার রোধে সরকারের দেয়া অঘোষিত লকডাউনসহ বিভিন্ন নির্দেশনা থাকায় সীমিত আকারেই উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়।
তবে উৎসবের আমেজে দিবসটি উদযাপন করতে না পারলেও স্বাস্থ্যবিধি মেনে পূজা, বন্দনাসহ দিনটির সব ধরনের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে জানান, বিহারে অকবস্থানরত ভিক্ষুসংঘরা।
এছাড়া, উপাসনলয়ে এসে প্রার্থনা করতে হবে ধর্মীয়ভাবে এমন বাধ্যকতা নেই বলে জানান, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।
এর আগে বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকল ভক্তদের নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য সম্পন্ন করার আহবান জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।