আজ ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ভারতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হবে আজ। উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখন্ড ও মণিপুরে কোন দল ক্ষমতা আসছে, মিলবে এর উত্তর।
চলছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা। এই পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে কেন্দ্রের শাসক দল- বিজেপি জোটসঙ্গীদের নিয়ে ক্ষমতায় রয়েছে। শুধু পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ আজকের বিধানসভা ভোটের ফলাফল। কারণ, জাতীয় নির্বাচনের ৪৪৫ আসনের মধ্য ৮০টি উত্তর প্রদেশের। এর আগে ২০১৭ সালের বিধানসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপি পেয়েছিল ৩৯ শতাংশ ভোট।