আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি
- আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মা ইলিশ রক্ষায় ২২ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময় আইন অমান্য করলে জেলেদের জেল-জরিমানা করা হবে। তবে, সরকার থেকে জেলেদের খাদ্য সহায়তার কথা বলা হলেও, তা নির্ধারিত সময়ে মিলছে না। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে জেলেরা।
ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমের সঙ্গে সমন্বয় করে রোববার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, কেনা-বেচা, পরিবহন, বিপনন ও বাজারজাতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে প্রতিটি মা ইলিশ প্রায় ২০ লাখ ডিম ছাড়তে সক্ষম হয়। অবমুক্ত ডিমের ১০ শতাংশই মাছে পরিনত হয়।
ইলিশের শতকরা ৭০ ভাগ আহরন হয় মেঘনা নদীর নিম্ন অববাহিকা, ভোলার শাহবাজপুর, বরিশালের তেতুলিয়া ও পটুয়খালীর আন্ধারমানিক নদীর ৩৫০ কিলোমিটার এলাকার ৫টি অভয়াশ্রম থেকে। এ সব অভায়শ্রমে ছ’শ গ্রাম ওজনের ইলিশে একশ’গ্রামের বেশি ডিম ধারন করে। নিষেধাজ্ঞা চলাকালে বেশিরভাগ মা ইলিশ ডিম ছাড়বে।
ইলিশ শিকার বন্ধে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীও প্রস্তুত রয়েছে। কোনভাবেই জেলেদের নদীতে নামতে দেয়া হবে না, বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
এদিকে, গত বছর শুধু বরিশাল জেলা থেকে আহরন করা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন ইলিশ। মা ইলিশ রক্ষা পেলে উৎপাদন বহুগুন বেড়ে যাবে বলে আশা করছে মৎস্য বিভাগ।