আজ মধ্যরাত থেকে ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাশয়- রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প ও অন্যান্য দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে ৩ মাসের জন্য হ্রদে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা অনুযায়ী কাপ্তাই হ্রদে এ সময় মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহন শাস্তিযোগ্য হবে। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালে ৩ মাস নৌ-পুলিশ হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা ও অভিযান চালাবে। এছাড়া কাপ্তাই হ্রদের অবৈধভাবে জাক ব্যবহার করে মাছ আহরণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএফডিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদিকে, মাছ ধরা বন্ধকালে কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের সরকারীভাবে ভিজিএফ চাল বিতরণের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হবে বলে জানান জেলা প্রশাসক।