আজ মহান মে দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মার্যাদায় খুলনার মহান মে দিবস পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর ও খুলনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে সিটি মেয়রের নেতৃত্বে খুলনা রেলস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। রেলিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, মালিক-শ্রমিকের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। এরপর খুলনার জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ।