আজ মহান স্বাধীনতা দিবস
- আপডেট সময় : ০৩:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ২১৩৫ বার পড়া হয়েছে
আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে হানাদার পাকিস্তানীদের অত্যাচার ও দুঃশাসনের বিরুদ্ধে প্রাণপণ লড়াই শুরু করে বাংলা মায়ের দামাল ছেলেরা। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে নয় মাস পর অর্জিত হয় লাল সবুজের স্বাধীনতা।
১৯৭১ এর ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙালীকে চিরতরে দমিয়ে দিতেই ২৫শে মার্চ কালরাতে শুরু হয় অপারেশন সার্চ লাইট। আইয়ুব ও টিক্কা খানের নির্দেশে পূর্ব পাকিস্তানের ঘুমন্ত মানুষের উপর পৈশাচিক বর্বরতায় ঝাপিয়ে পড়ে হানাদার পাকিস্তানি সেনারা। রচিত হয় ইতিহাসের নির্মম নৃশংস গণহত্যা।
একদিকে গণহত্যা অন্যদিকে মুক্তিকামি বাঙালীর মনবোল ভেঙে দিতে ২৬ মার্চ প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরের বাসা থেকে গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে।
তবে এক্ষেত্রে বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার কাছে পরাজিত হন ইয়াহিয়া ও টিক্কা খান। পরিস্থিতি এমন হতে পারে ভেবেই গোপনে স্বাধীনতার ঘোষণার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু। চট্টগ্রাম বেতার থেকে তা ছড়িয়ে পড়ে সারাদেশে।
তবে হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলে রাজার বাগ পুলিশ লাইন এবং ইপিআর এর সাহসী জোয়ানরা।
এরপরই শুরু হয় বাংলা মায়ের দামাল ছেলেদের জীবনপণ লড়াই। ৩০ লাখ নাম না জানা বীর শহীদের আত্মাত্যাগ এবং দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতার লাল সূর্য উঠে ৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশে।