আজ রাতে স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত হতে পারে রিয়াল মাদ্রিদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আজ রাতে স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত হতে পারে রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে এস্পানিওলের মুখোমুখি হবে গ্যালাক্টিকোরা। রাত সোয়া ৮টায় শুরু হবে ম্যাচ। ড্র কিংবা জিতলেই লা লিগায় রেকর্ড ৩৫তম ট্রফি জিতবে লস ব্লাঙ্কোসরা।
গুরুত্বপূর্ন এ ম্যাচে রিয়ালের প্রাণভোমরা করিম বেনজেমাসহ মূল একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিতে পারে রিয়াল। সোমবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানসিটিকে আতিথ্য দেবে মাদ্রিদ জায়ান্টরা। যে কারণেই এমন পরিকল্পনা রিয়ালের। বর্তমানে দলটির সবচেয়ে বড় সমস্যা ডিফেন্স। এস্পানিওল ম্যাচতো বটেই ম্যানসিটির বিপক্ষেও চোটের কারণে মাঠে নামতে পারবেন না ডেভিড আলাবা। দুই সেন্টারব্যাক মিলিতাও ও ন্যাচোকে সিটি ম্যাচের জন্য প্রস্তুত রাখতে দেয়া হবে বিশ্রাম। ২০১৯-২০ মৌসুমে সবশেষ ও নিজেদের ৩৪তম লা লিগা শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।