আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ০৬:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। শারজায় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। হতাশার ভারত সফরের পর, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছেও দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্থির এ সময়ে বাংলাদেশের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। ম্যাচের আগের দিন অনুশীলন করেছে ক্রিকেটাররা। বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন তাসিকন-শরিফুল-মুস্তাফিজরা। ব্যাট হাতে নিবিড় অনুশীলনে দেখা গেছে তাওহিদ হৃদয়কে। ব্যর্থতার বৃত্ত ভেঙে সফলতা খুঁজছে বাংলাদেশ। এদিকে ভিসা জটিলতায় আরব আমিরাতে যেতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। দু’দলের অতিত পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ১৬ দেখায় ১০ জয় বাংলাদেশের, আফগানিস্তানের জয় ৬ ম্যাচে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।