আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা।
বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলায় ৪৬১টি প্রকাশনা-প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু স্টল নির্মাণকাজ এখনো শেষ না হওয়ায় চিন্তিত বিক্রেতারা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে দর্শনার্থীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। আর শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়। করোনা পরিস্থিতির কারণে দু’সপ্তাহ পরে শুরু হওয়ায় এবারের বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।