আজ সম্মেলনে বসছে টানা ১১ বছর দেশ শাসন করা আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আজ সম্মেলনে বসছে টানা ১১ বছর দেশ শাসন করা আওয়ামী লীগ। বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া এ দলের নেতাকর্মীরা সারা দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন তাদের একবিংশতম জাতীয় সম্মেলনে। তিন যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এখনও কোনা ‘বিকল্প নেই’ বলেই দলের নেতাদের ভাষ্য। সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সাড়ে সাত হাজার ডেলিগেটসহ প্রায় ৬০ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন দুই হাজার স্বেচ্ছাসেবী। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনের পরপরই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এক মিনিট নীরবতা পালনের পর অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক বক্তব্য দেবেন। সাধারণ সম্পাদক পেশ করবেন দলের প্রতিবেদন। এরপর সভাপতির বক্তব্য আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের কর্মসূচি। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শুরু হবে রূদ্ধদ্বার কাউন্সিল। গঠনতন্ত্রের সংশোধনী পাস হবে সেখানে। বিকালে ঘোষণা হবে আওয়ামী লীগের আগামী দিনের নতুন নেতৃত্ব।